ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে শাহবাগ এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট।
এ সময় বিক্ষোভকারীরা তাদের বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। এছাড়া তাদের কাছে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ডও দেখা গেছে
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।