সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা ইউপি সদস্যকে

আগের সংবাদ

সৌদি আরবের তাপমাত্রা নামতে পারে মাইনাস ৪ ডিগ্রিতে

পরের সংবাদ

অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ পরিচালনার দায়িত্বে থাকতে পারে না: মির্জা ফখরুল

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪ , ১:৩৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৪ , ১:৩৫ অপরাহ্ণ
  • ফাইল ছবি

সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাগপা আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের নতুন কোনো ধারণা নয়; আরও আগেই বিএনপি রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়ে এসেছে।

দীর্ঘদিন ধরে অনির্বাচিত সরকার দেশ পরিচালনায় থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্ব করার চেষ্টা করছে বলে মানুষের মধ্যে একটা ধারণার সৃষ্টি হয়েছে।

জনগণ সংস্কারের সাথে সাথে স্বস্তি চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়