আশাশুনির ভিডিপি সদস্য সালাম নিখোঁজ

আগের সংবাদ

কালীগঞ্জে মসজিদ উন্নয়নে আর্থিক চেক

পরের সংবাদ

আশাশুনি সরকারি কলেজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪ , ৭:৫০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৪ , ৭:৫২ অপরাহ্ণ

আশাশুনি সরকারি কলেজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। শুক্রবার কলেজ মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তিনি কলেজ পরিদর্শন করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আলী, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক জহুরুল ইসলাম, প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক জি এম আকরাম হোসেন, আইবিডব্লিউএফ সভাপতি এ বি এম আলমগীর পিন্টু, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসাইন, প্রাক্তন মেম্বার আব্দুর রহিম, সাংবাদিক এসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শন কালে কলেজে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করায় ক্লাস পরিচালনা এবং শিক্ষক ও ছাত্রদের যাওয়া আসার সমস্যার বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে কলেজ কর্তৃপক্ষ অবহিত করেন। তিনি বিকল্প ব্যবস্থা নেয়ার চেষ্টা করবেন বলে কলেজ কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়