পাইকগাছা থানা পুলিশের অভিযানে একশ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-১৫।
থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের আল-মদিনা হোটেলের সামনের রাস্তা থেকে এসআই বাবলা দাশ, শামীম, সাদ্দাম ও এ এসআই মঞ্জুরুল ইসলাম কক্সবাজারের রামু থানার করলিয়া মোরা গ্রামের মৃত জানে আলমের ছেলে মোঃ হারুন নুর রশিদ’কে ১শ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করেছে।
এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, ১শ পিচ ইয়াবা সহ আটক ব্যক্তির নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পাশাপাশি আটককৃতকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।