হাতে তরবারি । বর যাচ্ছে হাতির পিঠে চড়ে । এখানেই শেষ নয় । হাতির পেছনে যাচ্ছে ঘোড়ার গাড়ী টমটম । তার পেছনে বৌ আনা পালকি । তার পিছনে শতশত ব্যান্ড পার্টি সাথে বরযাত্রী । এমনই এক ব্যতিক্রমী এবং বিলুপ্ত হয়ে যাওয়া হারানো ঐতিহ্যকে সামনে নিয়ে এসেছে নিশান-জেবার বিয়ে । ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকূপা সারুটিয়া ইউনিয়নের নব গ্রামে ।
বরের বাবা ফারুক বিশ্বাস জানান, আমার বাবার খুব ইচ্ছে ছিল তার পুতা ছেলে এইভাবে রাজার বেশে বিয়ে করতে যাবে । তাই এ ধরনের আয়োজন ।
ছেলের মা রিক্তা খাতুন জানান, হারানো ঐতিহ্যকে ফিরিয়ে এনে বিয়ে । তার পরিবার আয়োজন করে তেমনই এক বিয়ে । এ উপলক্ষে এক সপ্তাহ ধরে চলছিল প্রস্তুতি। হাতি ভাড়া করা হয় সিরাজগঞ্জ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে। সব আত্নীয়-স্বজন ও প্রিয়জনদের দাওয়াত করে হৈ হুল্লোড় এবং ভুরিভোজের ব্যবস্থা করা হয়েছিল এ আয়োজনে। কণের জন্য পালকি, বর যাত্রীরা টমটম গাড়িতে আর পায়ে হেটে সাথে ছিলো ব্যাণ্ড পার্টিও।
গ্রামবাসী মকুবল হোসেন জানান, এ ধরনের আয়োজন সত্যিই ব্যতিক্রম। কণ্যা জেবা খাতুন জানান, ভালো লাগছে । আলাদা করে ভাবতে কে না চায় । কন্যার বাবা জাহাঙ্গীর হোসেন জানান, ৬ লাখ ৩০ হাজার টাকার দেন মোহরে বিয়ে হয় দুজনের । নিশান হোসেন জানান, দাদার স্বপ্ন ছিল । তাই পূরনের চেষ্টা করা হয়েছে । সত্যি বলতে আমারও খুব ভালো লাগছে । উল্লেখ্য-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের নব গ্রামে দেখা যায় এমনই এক ব্যতিক্রমি বিয়ে আয়োজন করা হয় ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।