না ফেরার দেশে চলে গেলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল

আগের সংবাদ

ঝিকরগাছা কৃষক সংগঠনে অবহতিকরণ সভা অনুষ্ঠিত

পরের সংবাদ

ঝিকরগাছায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪ , ৮:৩৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৪ , ৮:৩৭ অপরাহ্ণ

যশোরের ঝিকরগাছায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) উপজেলা মোড়ে বিজয়স্তম্ভের সামনে এ মানববন্ধন করা হয়।

‘ কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই, উপসচিব পদে সকল কোটার অবসান চাই ও জনবান্ধব সিভিল সার্ভিস চাই’ এই শ্লোগানে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান, মেডিকেল কর্মকর্তা ডা. হাসান আরিফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিমা আক্তার।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এই মানববন্ধন করা হয়। আমরা সকল বৈষম্য নিরসনের অবসান চাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়