আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

আগের সংবাদ

ঝিকরগাছায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

পরের সংবাদ

না ফেরার দেশে চলে গেলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪ , ৮:১৯ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৪ , ৮:২০ অপরাহ্ণ

বাগেরহাটের রামপাল উপজেলার ৭নং পেড়িখালী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) দুপুর ২.০০ টার দিকে খুলনার এম. আর. খান ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল পেড়িখালী ইউনিয়ন থেকে ৪ বারের নির্বাচিত ও জনপ্রিয় চেয়ারম্যান। এছাড়াও তিনি রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ আত্বীয়-স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত ১০ টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়