নির্বাচন পরবর্তী সহিংসতার মধ্যেই মোজাম্বিকের রাজধানী মাপুতোতে একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। কারাগার ভেঙে পালিয়েছেন দেড় হাজারের বেশি কয়েদি। বুধবার (২৫ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এরমধ্যে দেড়শ কয়েদিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে, গত অক্টোবরের নির্বাচনের ফলকে কেন্দ্র করে দেশটিতে চলছে ব্যাপক বিক্ষোভ সহিংসতা। ভাঙচুর-লুটপাট চালানো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান-ঘরবাড়িতে। সহিংসতা থেকে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও রেহাই পাচ্ছে না। বাংলাদেশি মালিকানাধীন দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে লুটপাটের শিকার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।