ঝিকরগাছায় শীতবস্ত্র বিতরণ করলেন

আগের সংবাদ

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

পরের সংবাদ

খুলনায় এক রিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪ , ৮:৫৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৪ , ৮:৫৯ অপরাহ্ণ

খুলনার দৌলতপুর এলাকা থেকে তামিম (১৬) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মহানগরীর দৌলতপুর এলাকার মহেশ্বরপাশা ঘোষপাড়া এলাকার একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তামিম দৌলতপুর উপজেলার শিকারির মোড় এলাকার বাসিন্দা মিজান জমাদ্দারের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, প্রতিদিন সন্ধ্যার পর রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয় তামিম। সোমবার সন্ধ্যায় রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি যায়নি। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে স্থানীয়রা দৌলতপুর মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তাৎক্ষণিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু না অন্যকিছু তা জানাতে পারেনি ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়