পাইকগাছা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা

আগের সংবাদ

বিজিবির সাবেক মহাপরিচালক বিমানন্দরে আটক

পরের সংবাদ

মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভরাতীয় নাগরিক আটক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪ , ৫:৪৪ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৪ , ৫:৪৫ অপরাহ্ণ

ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুর দিয়ে ভারতে ঢোকার চেষ্টার অপরাধে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি । আজ মঙ্গলবার ভোর ৫টির দিকে উপজেলার পিপুলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ভবেন মন্ডল (৪০) ভারতের উত্তর-২৪ পরগনা জেলার নেতাজি নগরের পরেশ মন্ডলের ছেলে ।

৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে কিছু ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছে। সে সময় আমরা সীমান্ত এলাকা পিপুলবাড়ীয়ায় গ্রামে অবস্থান করি। এ সময় ভবেন মন্ডল সীমান্তের একটি মেহগনী বাগান দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়