চোরাকারবারী ঠেকাতে ঝিনাইদহ সীমান্তে বিজিবির গুলি

আগের সংবাদ

শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

পরের সংবাদ

পাইকগাছায় সাদপন্থি খুনী-সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪ , ৬:৫১ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৪ , ৬:৫২ অপরাহ্ণ

পাইকগাছায় সাদপন্থি খুনী-সন্ত্রাসী কর্তৃক ঢাকার টঙ্গীতে তাবলীগের ঘুমন্ত সাথীভাইদের হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার গড়ুইখালীতে পাইকগাছা-কয়রা ইত্তেহাদুল ওলামা কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, যাহারা রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লীদের হত্যা করতে পারে, তাহারা কখনো তাবলীগ জামাতের লোক হতে পারে না। তাহারা ইন্ডিয়ার এজেন্ট সমস্ত প্রপাগাণ্ডা আমাদের দাওয়াতের তাবলীগের মাধ্যমে বাংলাদেশের ভিতরে বাস্তবায়ন করতে চাচ্ছে সুতরাং অতিবিলম্বে তাদেরকে চিহ্নিত পূর্বক আইনের আওতায় এনে সরকারের কাছে ফাঁসির দাবী জানিয়েছেন বক্তারা।

এসময়ে উপস্থিত ছিলেন, পৌরসভার শিববাটির জামিয়া-তুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী কুদরত উল্লাহ কাসেমী, মুফতী সিরাজুল ইসলাম, নাজমুল হাসান, মাওলানা মনিরুল ইসলাম, গোলাম রব্বানী, আনারুল ইসলাম, তৈয়েবুর রহমান,সফিকুল ইসলাম, আনিসুর রহমান, হাফেজ আঃ মমিন, আঃ সবুর, শহিদুল ইসলাম, তোফায়েল আহমেদ ক্বারী আদম আলী, তাবলীগের মুরব্বি সৈয়দ আলী জোয়ার্দার, মাওলানা জাহাঙ্গীর আলম, মোস্তফা গাজী, আঃ জলিল ঢালী, মোঃ আতিকুর রহমান, মোঃ কামরুল ইসলাম সহ শত শত ধর্মপ্রাণ মুসল্লি বৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়