ইবিতে সন্ধ্যা আইন বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

আগের সংবাদ

পাইকগাছায় সাদপন্থি খুনী-সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানববন্ধন

পরের সংবাদ

১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল জব্দ

চোরাকারবারী ঠেকাতে ঝিনাইদহ সীমান্তে বিজিবির গুলি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪ , ৬:৩০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৪ , ৬:৩১ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাকারবারীর অনুপ্রবেশ ঠেকাতে ৫৮ বিজিবির গুলি করার ঘটনা ঘটেছে । সে সময় ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল জব্দ করে তারা। আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কানাইডাংগা সীমান্তে এ ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ৫৮ বিজিবি ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ যাদবপুর বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে তারা জানতে পারে কিছু ভরাতীয় মাদক কারবারি মাদকসহ বাংলাদেশে অনুপ্রবেশ করবে । এ সময় তারা গোপনে অবস্থান গ্রহন করে । এরপর তারা দেখতে পায় ভারত থেকে ২০/২২ জন চোরাকারবারী কানাইডাংগার একটি বিল এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে। এরপর বিজিবির নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেন উপস্থিত হয়ে দেশী অস্ত্রধারী চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে। এ সময় ভারতীয় চোরাকারবারীদের ধরতে বিজিবি তিন রাউন্ড গুলি বর্ষন করে।

চোরাকারবারীরা বিজিবি টহল দলের দিকে দেশী অস্ত্র ছুড়ে মারলে বিজিবি আরো দুই রাউন্ড গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে চোরাকারবারীদের কয়েকজন সঙ্গে থাকা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। গুলিবর্ষনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি জানায়, বস্তা খুলে দেখা যায় ৩৯৭ বোতল ফেনসিডিল রয়েছে । যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা । সে সময় দেশীয় অস্ত্র একটি হাসুয়া ও ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয় ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়