সমন্বয়ককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায়

আগের সংবাদ

চোরাকারবারী ঠেকাতে ঝিনাইদহ সীমান্তে বিজিবির গুলি

পরের সংবাদ

ইবিতে সন্ধ্যা আইন বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪ , ৬:০৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৪ , ৬:১৮ অপরাহ্ণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আবাসিক হলে রাতে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন। শনিবার প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রদের হলে রাত ১১টার মধ্যে এবং ছাত্রীদের হলে মাগরিবের আজানের পর ১৫ মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের এমন সিদ্ধান্ত ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যা আইন বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।

ক্যাম্পাস সূত্রে, শনিবার প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সাধারণ সভায় তিন নম্বর প্রস্তাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রশাসনের এমন সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে হলের আবাসিক শিক্ষার্থীরা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান না করে ক্ষুদ্র বিষয় নিয়ে পড়ে আছে। রাত ১১ টার শিক্ষার্থীদের হলে প্রবেশের এমন সিদ্ধান্ত অযৌক্তিক।

একইসঙ্গে এ সিদ্ধান্তের মাধ্যমে ঘোষিত সন্ধ্যা আইন সম্পর্কে গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক নুর আলম যৌথ বিবৃতিতে বলেন, ছাত্রদের রাত ১১টার মধ্যে এবং ছাত্রীদের মাগরিবের আজানের ১৫ মিনিট পর হলে প্রবেশের আইন শিক্ষার্থীদের মৌলিক স্বাধীনতা ও তাদের জীবনযাত্রাকে সীমাবদ্ধ করার আশঙ্কা সৃষ্টি করেছে। কোনো ধরনের শৃঙ্খলা বা নীতির নামে শিক্ষার্থীদের স্বাধীনতা হরণের সিদ্ধান্ত গ্রহণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে এই আইন বাতিল করে শিক্ষার্থীদের মতামত ও স্বার্থের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে আগামী দিনে এই আইন বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে সব ধরনের শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. এ.বি.এম. জাকির হোসেন বলেন, বিভিন্ন হলের প্রভোস্ট জানিয়েছেন রাতে বাইরের লোকজন হলে আসে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সার্বিক পরিবেশ পরিস্থিতি ভালো হলে প্রয়োজনে এই সিদ্ধান্ত বাতিল করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়