শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ড.মনিরুজ্জান মনিরের মতবিনিময়

আগের সংবাদ

পাইকগাছায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

পরের সংবাদ

নওয়াপাড়ায় ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ২o৬ তম শাখা উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪ , ৮:৩২ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৪ , ৮:৩৪ অপরাহ্ণ

শরীয়াহ্ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে যশোরের অভয়নগরের প্রাণকেন্দ্র নওয়াপাড়া বাজারে ২২ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় । ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৬ তম নওয়াপাড়া শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান উক্ত শাখার উদ্বোধন করেন।

জুনায়েদ আহমেদের সঞ্চালনায় ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান, উপ ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, নওয়াপাড়া শাখা ব্যবস্থাপক ওয়াসেক মোহাম্মদ আলী, নওয়াপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, পরশ গ্রুপের চেয়ারম্যান আনিছুর রহমান, সমাজ সেবক গোলাম মোস্তফা, এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, জীবন স্রোত পত্রিকার সম্পাদক বদরুজ্জামান সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি , ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাধারণ গ্রাহক বৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পীরবাড়ি মাদ্রাসার খতিব মাওঃ সোহাইল আহমদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়