শ্যামনগরের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড.মনিরুজ্জান মনিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ডিসেম্বর) শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের, সভাপতিত্বে উপজেলা বিএনপি (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সোলায়মান কবীরের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ড.মনিরুজ্জান মনির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জি এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী (বাবু),সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান,বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, গ্রাম্য ডাক্তার বীর মুক্তিযোদ্ধা নিরাপদ বাইক,উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম (দুলু), কৃষকদলের সভাপতি নুরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল,উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী,বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান,বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা আলহাজ্ব শেখ আফজালুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ, সাংবাদিক এম কামরুজ্জামান,এস এম মিজানুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধাগণ।
এ সময় প্রধান অতিথি যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড.মনিরুজ্জান মনির ব্যক্তিগত ভাবে বীরমুক্তিযোদ্ধাদের খোঁজ খবর নিয়ে তার বক্তৃতায় সকলের উদ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা কর্মপন্থা বা দিক নির্দেশনার আলোকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মতবিনিময় সভা খুবই গুরুত্বপূর্ণ ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।