পাইকগাছায় হলুদ ফুলে সোভা ছড়াচ্ছে সরিষা ক্ষেত

আগের সংবাদ

ঝিনাইদহ ক্যাডেট কলেজে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পরের সংবাদ

ঝিনাইদহে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ে অংশীজনদের সাথে পরামর্শ

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪ , ৭:৪৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৪ , ৭:৪৮ অপরাহ্ণ

ঝিনাইদহে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ। এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অংগ) শীর্ষক প্রকল্পের আওতায় জেলা কৃষি বিপনন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ঝিনাইদহ জেলায় সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ে অংশীজনদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল থেকে দুপুর ব্যাপী ঝিনাইদহের একটি বেসরকারী হলে এ আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী ঝিনাইদহের উদ্যোক্তাদেরকে বিভিন্ন করণীয় ও বর্জনীয় বিষয় সর্ম্পকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত পরামর্শ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের (ঢাকা) এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক, কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা ষষ্টি চন্দ্র রায়, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা বিলকিস আফরোজ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইশরত জাহান মুন সহ অন্যান্যরা।

জেলা কৃষি কর্মকর্তা ষষ্টি চন্দ্র রায় বলেন, এ ধরনের আয়োজন নিয়তিম করতে পারলে আমাদের জেলায় নতুন নতুন কৃষি উদ্যোক্তা বাড়বে। এমন কি এ জেলার কৃষি সেক্টরটি সম্প্রসারিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়