জাতীয় ইমাম পরিষদের পৌর শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন

আগের সংবাদ

বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি

পরের সংবাদ

নিহত ১, আহত ১৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪ , ১২:২৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৪ , ১২:২৬ অপরাহ্ণ

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে একাধিক স্থানে ১০ যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এতে দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

নিহত ফরহাদ একটি প্রাইভেটকারের চালক ছিলেন। তার মরদেহ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসাড়া থানা পুলিশ। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে ঘন কুয়াশা পড়ে। সকাল ৯টা পর্যন্ত হাসাড়া, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার অভিমুখে একাধিক বাস, প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় যানবাহনগুলো। খবর পেয়ে ফায়ার সার্ভিস অন্তত ১৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযানে যাই। একাধিক স্পট থেকে বাসযাত্রীসহ ১০-১৫ জন আহতকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘক্ষণ যানচলাচল ব্যাহতের পর সকাল ১০টায় স্বাভাবিক হয়েছে। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়