বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে,বিকল্প পথে চলার অনুরোধ

আগের সংবাদ

ইসরায়েলের 'হার্ট' তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা হুতির

পরের সংবাদ

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪ , ১২:২৩ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৪ , ১২:২৩ অপরাহ্ণ

আফগানিস্তানের মধ্যাঞ্চলের একটি হাইওয়েতে দুটি ভয়াবহ দুর্ঘটনায় ৫০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৫ জন।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গাজনি প্রদেশে একটি বাস ও জ্বালানি ট্যাঙ্কার এবং একটি ট্রাকের সঙ্গে অন্য একটি বাসের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে রাজধানী কাবুল এবং দক্ষিণ কান্দাহার শহরের মধ্যে অবস্থিত হাইওয়েতে দুই দফা দুর্ঘটনা ঘটেছে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে কোন দুর্ঘটনায় কতজন নিহত বা আহত হয়েছে তা তিনি উল্লেখ করেননি।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে কাবুল-কান্দাহার হাইওয়েতে দুটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আমাদের ৫০ জন নিহত এবং আরও ৬৫ জন আহত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়