আনারের মরদেহের খণ্ডাংশের সাথে মেয়ের ডিএনএ মিলেছে

আগের সংবাদ

কালীগঞ্জে দূর্বৃত্তরা কেটে দিল ১০ কাঠা জমির ধরন্ত লাউগাছ

পরের সংবাদ

১৪ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪ , ৪:৪৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৪ , ৪:৪৮ অপরাহ্ণ

শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষ্যে চৌদ্দ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০২৪) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি জানা যায়।

উক্ত বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের (জানুয়ারি-ডিসেম্বর) ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী শীতকালীন অবকাশ ও যীশু খ্রিস্টের জন্ম দিবস (বড়দিন) উপলক্ষ্যে (১৮ ডিসেম্বর ২০২৪) হতে আগামী (৩১ ডিসেম্বর ২০২৪) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।’

‘পাশাপাশি (২২ ডিসেম্বর, ২০২৪) থেকে (২৬ ডিসেম্বর, ২০২৪) পর্যন্ত অফিস বন্ধ থাকবে। তবে ছুটিকালীন নিরাপত্তা প্রহরী ও জরুরি সার্ভিসের আওতায় কর্মরত কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন। এবং বিভিন্ন দপ্তর বা বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত নিরাপত্তা প্রহরীদেরকে সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি)-এর অধীনে নিরাপত্তার দায়িত্ব পালন করতে নির্দেশ করা হলো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়