যশোরের ঝিকরগাছায় এবি ব্যাংকের সামনে থেকে একজন গ্রাহক তিন লাখ টাকা প্রতারণার মাধ্যমে খুইয়েছেন। এসময়, তিন প্রতারকের একজনকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
তবে, খোয়া যাওয়া তিনলাখ টাকা উদ্ধার হয়নি ।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় এবি ব্যাংক ঝিকরগাছা শাখার নিচ তলায় লিবার্টি সু এর সামনে। প্রত্যক্ষদর্শী ও ঝিকরগাছা থানার পুলিশ জানিয়েছে, উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালি গ্রামের মোঃ শাহাবুদ্দিনের ছেলে আল আমিন(৩৩) ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করে নিচে নেমে আসেন। এসময় পূর্বথেকে নিচে অপেক্ষমান তিন প্রতারক তাকে প্রলুব্ধ করে কাছে থাকা তিনলাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে দুই প্রতারক মোটরসাইকেল যোগে টাকা সহ পালিয়ে যেতে সক্ষম হয়।
এ দুজন হল পিরোজপুর জেলার রায়েলকাঠি গ্রামের শেখ আলীর ছেলে সালাম শেখ (৫২) ও রফিকুল ইসলাম (৫৫) । প্রতারণার শিকার আল আমিন বলেন, আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিচে নেমে বাইক যোগে রওনা হওয়ার প্রস্তুতি নেই ।এসময় প্রতারকরা সুকৌশলে তাদের ফেলে রাখা টাকাগুলো আমাকে প্রলোভন দেখিয়ে আমার নাকে চেতনানাশক জাতীয় (মেডিসিন) দিয়ে সম্মোহিত করার চেষ্টা করে।
বিষয়টি বুঝতে পেরে আমি চিৎকার করে একজনকে আঁকড়ে ধরি। অপর দুজন আমার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ বলেন, এই ঘটনায় একজন আসামি আমাদের হেফাজতে আছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।