ব্যবস্থাপনা বিভাগের নতুন বিভাগীয় প্রধান তরিকুল ইসলাম জনি

আগের সংবাদ

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় হচ্ছে না

পরের সংবাদ

চৌগাছায় শিক্ষাবিদ মাওলানা আব্দুল গফুরের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪ , ৭:০০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৪ , ৭:০০ অপরাহ্ণ

যশোরের চৌগাছায় সর্বজন শ্রদ্ধেয় মাওলানা আব্দুল গফুরের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের বাকপাড়া হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় বক্তৃতা করেন অধ্যক্ষ মাওলনা আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক প্রমুখ।

উল্লেখ্য প্রখ্যাত এ আলেম শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিনি পৌর শহরের বিশ্বাস পাড়ার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে চৌগাছা কামিল মাদ্রাসা ময়দানে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বাদেখানপুর গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা থানার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি কর্মময় জীবনে বহু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়