রূপালী ব্যাংকে ডাকাতি করতে যাওয়া তিন জনের আত্মসমর্পণ

আগের সংবাদ

চৌগাছায় শিক্ষাবিদ মাওলানা আব্দুল গফুরের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পরের সংবাদ

ব্যবস্থাপনা বিভাগের নতুন বিভাগীয় প্রধান তরিকুল ইসলাম জনি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪ , ৬:৪৯ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৪ , ৬:৪৯ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম জনি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড.মো.মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা যায়।

উক্ত বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২৪ এর উপধারা (৩) মোতাবেক আগামী ০৩ (তিন) বছরের জন্য মোহাম্মদ তরিকুল ইসলাম জনিকে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। পাশাপাশি বিধি মোতাবেক তিনি আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।’

দায়িত্ব পেয়ে বিভাগীয় প্রধান মো. তরিকুল ইসলাম জনি বলেন, ‘বিভাগীয় প্রধানের দায়িত্ব নি:সন্দেহে একটি বড় দায়িত্ব। এই দায়িত্ব যেন সৎ ও নিষ্ঠার সাথে পালন কর‍তে পারি সেজন্য সকলের সাহায্য ও দোয়া চাই।’

তিনি আরোও বলেন, ‘ সবকিছু স্বাভাবিক থাকলে বিশ্ববিদ্যালয় খুললে ও সকল অফিসের কাজ শুরু হলে আমি ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করবো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়