খালেদা জিয়া 'লন্ডন' যাচ্ছেন চলতি মাসের শেষে

আগের সংবাদ

ব্যবস্থাপনা বিভাগের নতুন বিভাগীয় প্রধান তরিকুল ইসলাম জনি

পরের সংবাদ

রূপালী ব্যাংকে ডাকাতি করতে যাওয়া তিন জনের আত্মসমর্পণ

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪ , ৬:১৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৪ , ৬:১৫ অপরাহ্ণ

ডাকাত হানা দেওয়ার খবরে ভিড় জমিয়েছেন আশপাশের লোকজন।  ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের, চুনকুটিয়া, পাকাপুল এলাকার রূপালী ব্যাংকে ডাকাতি করতে যাওয়া ৩ জন ডাকাত।

সরেজমিন দেখা যায়, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করেছেন। নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ডাকাত দলকে আত্মসমর্পণ করার জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হচ্ছে। কিন্তু ডাকাত দলের পক্ষ থেকে আত্মসমর্পণ ও তাদের কোনো দাবি দাওয়ার বিষয়ে বার্তা পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে ব্যাংকের ভেতরে ডাকাত দল হানা দেওয়ার খবর পেয়ে এলাকাবাসী জড়ো হতে থাকেন। একপর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে প্রথমে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ানসহ র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়