জে.সি.বি বিজ্ঞান ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ স্মারক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

আগের সংবাদ

বাংলাদেশ জামায়াতের আমীর আগমন উপলক্ষে লিফলেট বিতরণ

পরের সংবাদ

সাতক্ষীরায় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪ , ৬:৪৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৪ , ৬:৪৯ অপরাহ্ণ

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন ড্রিলসেডে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের জন্য আমরা পেয়েছি স্বাধীন দেশ, লাল সবুজের পতাকা। পাক বাহিনীর সেদিন রাজারবাগ পুলিশ লাইনে হামলা চালিয়েছিল। প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও পুলিশ মুক্তিযোদ্ধারা দেশের জন্য ঝাপিয়ে পড়েছিল। রাষ্ট্র আপনাদের সম্মানিত করেছে। সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে থাকবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ সজীব খান, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আমিনুর রহমান, অতিঃ পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, অতিঃ সিনিয়র পুলিশ সুপার তালা সার্কেল মোঃ হাসানূর রহমান, ডিআইও-২ মোঃ ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়