ঝিকরগাছায় ইসলামী আন্দোলনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

আগের সংবাদ

সাতক্ষীরায় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

পরের সংবাদ

জে.সি.বি বিজ্ঞান ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ স্মারক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪ , ৫:৪০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৪ , ৫:৪১ অপরাহ্ণ

মহান বিজয় দিবস, ২০২৪ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, জাদুঘর নিবন্ধিত কেন্দ্রীয় বিজ্ঞান চর্চা প্রতিষ্ঠান জে.সি.বি বিজ্ঞান ক্লাবের উদ্যোগে যশোর নাট্যকলা সংসদে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যবিপ্রবি’র সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ও ডিন, বর্তমান এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের চেয়ারম্যান, এবং ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, যবিপ্রবি’র পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইন্জিনিয়ারিং বিভাগের ড. আমিনুল ইসলাম, যশোর ডিবেটিং সোসাইটির চেয়ারম্যান সুমন হোসেন জিনুসহ প্রমূখ।

উত্তরপত্র মূল্যায়ন করে ২ টি গ্রুপে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর প্রদানকারী ৬ জন বিজয়ী হাতে পুরস্কারের সনদপত্র, এবং বিজ্ঞান বিষয়ক বই তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথি বলেন, জাতীয় জীবনে মহান বিজয় দিবসের তাৎপর্য ব্যাপক।

৭১ এবং ২৪ এর বিজয় প্রমাণ করে যে আমরা একটি বীরের জাতি। এসময় তিনি ক্লাবের কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক এবং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মেহেদী বলে, ১৬ টি প্রশ্ন সম্বলিত কুইজ প্রতিযোগিতায়, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা জেলার প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং ৬ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য ক্লাবের যুগোপযোগী আয়োজন চলমান থাকবে এই লক্ষ্যে আমরা কাজ করব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়