ঝিনাইদহ শহর থেকে স্বামীকে হত্যার অভিযোগে দুই স্ত্রী আটক

আগের সংবাদ

ঝিকরগাছায় মহান বিজয় দিবস পালিত

পরের সংবাদ

যবিপ্রবিতে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪ , ৭:১৯ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৪ , ৯:০৮ অপরাহ্ণ

(যশোর: ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.): যশোর শহরস্থ মণিহারের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

যবিপ্রবির মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয় আজ সোমবার সূর্যোদয়ক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে। তারপর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাদের মিনি ম্যারাথনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ যশোর শহরের মণিহারে বিজয় স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের মাধ্যমে দিনব্যাপী কাবাডি, দৌড়, দাড়িয়া বান্দা, কানামাছি, হাড়িভাঙ্গা, গোল্লাছুট, পাঁচগুটিসহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশের মহান বিজয় অর্জনে নিহত সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম।

এছাড়া কর্মসূচিগুলোতে যবিপ্রবির ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ডিন ড. মো. আমজাদ হোসেন, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. মো. মুনিবুর রহমান, ড. মো. কোরবান আলি, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

দুপুর ২ টা ৩০ মিনিটে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগ এবং অ্যাকাউন্টস অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ। এই খেলায় এআইএস বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পিইএসএস বিভাগ।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা এবং কেমন ক্যাম্পাস চাই প্রজেক্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং ২৪ এর গণ অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো বহিঃশত্রুরা আমাদের দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, আমাদের ঐক্য দূর্বল করতে চাচ্ছে তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি আমাদের বিনয়ী ও মানবিক মানুষ হতে হবে যাতে এই দেশকে সোনার দেশ হিসেবে আমরা তৈরী করতে পারি। একই সাথে দেশের সকল নাগরিক, প্রবাসী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবারকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো: রাফিউল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-এর সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাসিম রেজা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, শরীরচর্চা দপ্তরের কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ-হেল কাফি, উজ্জল চন্দ্র সূত্রধর, মো. রায়হান রাকিব সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মো. শাহিনুর রহমান ।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবারও পরিবেশন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়