বিজয় দিবস উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন

আগের সংবাদ

চট্টগ্রাম মহানগর যুবদল নগরের আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটিগুলোও বিলুপ্ত

পরের সংবাদ

নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইবি

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪ , ৯:২০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৪ , ৯:২০ অপরাহ্ণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দুই সহস্রাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত এ ইউনিটের স্বাগত মাহমুদ, বি ইউনিটের মেহরিন ইসলাম, সি ইউনিটের এনায়েত জোয়ার্দার ও ডি ইউনিটের আশিক মিয়াকে পুরস্কৃত করা হয়। এছাড়া নবীন শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী ও বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

ওরিয়েন্টেশন বক্তা ছিলেন, মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান এবং বিশেষ বক্তা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসাইন উদ্দিন শেখর এবং বাংলাদেশ ইনস্টিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর মহাপরিচালক ড. এম. আব্দুল আজিজ। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষার্ধে মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, তোমাদের পরিবারের আশা-আকাঙ্খা ও স্বপ্ন পূরণে তোমাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। তোমাদের সবচেয়ে পবিত্র স্থান হলো শ্রেণীকক্ষ এবং সবচেয়ে ভালো বন্ধু হলো শিক্ষক। তোমাদের সম্পর্ক থাকবে লাইব্রেরি, শ্রেণীকক্ষ এবং বইয়ের সঙ্গে। এই বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে, ততদিন তোমরা সময়ের সঠিক ব্যবহার করবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই হবে আগামী পাঁচ বছরের জন্য তোমাদের জন্মভূমি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়