ইবিতে হলের আবাসিকতায় আন্দোলনকারীদের অগ্রাধিকার দিয়ে বিজ্ঞপ্তি, সমালোচনা

আগের সংবাদ

বেনাপোল রুটে টানা ৬ দিন পর বাস ধর্মঘট প্রত্যাহার

পরের সংবাদ

মানববন্ধন কর্মসূচি পালন

সিঙ্গিয়া স্টেশনে ঢাকা গামী ট্রেনের স্টপেজ এবং ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪ , ৭:২৩ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৮, ২০২৪ , ৭:২৩ অপরাহ্ণ

যশোর জেলা সদরের বসুন্দিয়ার সিংগিয়া রেলওয়ে স্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণ ও খুলনা-ঢাকা-খুলনা ট্রেন চলাচলে ঘোষিত সিডিউলে স্টপেজ রাখার দাবিতে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ বৃহস্পতিবার দুপুর মানববন্ধন কর্মসূচি পালন করে।

বসুন্দিয়া এলাকাবাসীর পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী শিক্ষক রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সিংগিয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুর রহমানসহ সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা, বানিয়ার জাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার সুপার মুফতি হারুনুর রশিদসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী, জঙ্গল বাধল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলীসহ শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী, জঙ্গল বাধাল মডেল স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খানসহ শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বসুন্দিয়া ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলার শাখার সভাপতি রাকিব হাসানের উপস্থিতিতে জঙ্গলবাধাল ভৈরব যুব সংঘ ও সিংগিয়া যুব সংঘ, হিলফুল ফুজুল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিকে অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ফুটওভার ব্রিজ না থাকায় সিংগিয়া রেললাইন ও স্টেশনের দক্ষিণ ও উত্তর পাশে অবস্থিত কলেজ মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় কিন্ডার গার্ডেন ও মাদ্রাসার কমপক্ষে ২৫০০ ছাত্রছাত্রীদের লাইন পারাপার নিয়ে অভিভাবক সহ সর্বমহলে প্রতিনিয়ত সংশয় ও আতঙ্কের কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া ঢাকা খুলনা সিডিউলে সদ্য প্রকাশিত সিডিউলের স্টপেজ হিসেবে বসুন্দিয়ার সিংগিয়া রেলওয়ে স্টেশনের নাম না থাকায় অতি দ্রুত সিডিউলভুক্ত করার দাবি জানান। বক্তারা একই সাথে আরো বলেন বসুন্দিয়া একটি শিল্প এলাকা, বিভিন্ন দিক থেকে বসুন্দিয়া অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে এখানে দূরপাল্লার ট্রেনের স্টপেজ থাকা আবশ্যক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়