প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪ , ১১:৫২ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৩, ২০২৪ , ১১:৫২ অপরাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুন্দিয়া সাংগঠনিক থানার ৬ নং ওয়ার্ডের জয়ন্তা ইবতেদায়ী মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত ২৩ শে নভেম্বর শনিবার বিকাল সাড়ে তিনটায় বিশিষ্ট সমাজসেবক জনাব নুর নবীর সভাপতিত্বে এই সম্মেলন সহস্রাধিক নারী পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। যুব ইউনিটের সেক্রেটারি মোস্তফা আল মামুন এর সঞ্চালনায় এই প্রোগ্রাম আনন্দমুখর হয়ে ওঠে।
যশোর জেলা আমির প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ক্ষমতা পাগল এই সরকার২০১৪ সালে বিনা ভোটে ক্ষমতায় এসেছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে করেছে এবং সর্বশেষ ২০২৪ সালে তুমি আমি ও ডামি মার্কা নির্বাচন করে ক্ষমতায় আরোহন করে জনগণের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। নিরস্ত্র ছাত্র জনতা আগস্ট বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনাকে পালাতে বাধ্য করেছে। ভবিষ্যতে ফ্যাসিবাদী চেতনা মাথা ছাড়া দিয়ে উঠতে গেলে দেশ প্রেমিক ছাত্র-জনতাকে তা রুখে দিতে সদা প্রস্তুত থাকতে হবে।
৬ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা কর্ম পরিষদ সদস্য জনাব মাওলানা সাইফুর রহমান, বসুন্দিয়া সাংগঠনিক থানা আমির জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, সেক্রেটারি আব্দুল মজিদ খোকন, বসুন্দিয়া সাংগঠনিক থানার শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা তবিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইউসুফ বিশ্বাস এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি বৃন্দ।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।