পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অর্থনীতি বিভাগের “সংগঠন অর্থনীতি সমিতি”র উদ্যোগে (২০২৩-২৪) শিক্ষাবর্ষের নবীন বরণ ও (২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আগামীকাল রবিবার (২৪ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড.মীর খালেদ ইকবাল চৌধুরী। এবং প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল এবং বিশেষ অতিথি হিসেবে অর্থনীতি সমিতির কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. এনামুল হক উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি দুই অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে নবীন শিক্ষার্থীদের নবীন বরণ, বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা এবং দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা নুর ফিরোজ রাফসানজানি বাঁধন বলেন, ইতিমধ্যে আমাদের প্রোগ্রামের সকল প্রস্তুতি শেষ। আমরা আশা করছি প্রতিবারের ন্যায় এবারও সুন্দর একটা প্রোগ্রাম সকলকে উপহার দিতে পারবো।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা মোছা. আফসানা ডরিন বলেন, আমরা সবসময় চেষ্টা করি সাংস্কৃতিক প্রোগ্রামে নতুনত্ব আনার। এবারো তার ব্যতিক্রম নয়। আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রামে দর্শকদের আলাদা একটা প্রত্যাশা থাকে, আশা করছি সেই প্রত্যাশাটা আমরা পূরণ করতে পারবো। সব মিলিয়ে আমরা দর্শকদের সুন্দর একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেবো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।