ঢাকা-চট্টগ্রাম রেলপথ উন্নয়নের নামে লুটপাট

আগের সংবাদ

পাবিপ্রবিতে অর্থনীতি সমিতির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান আগামীকাল

পরের সংবাদ

রামপালে ফ্যাসিস্ট আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪ , ৭:৩৪ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৩, ২০২৪ , ৭:৩৪ অপরাহ্ণ

বাগেরহাটের রামপালে সারাদেশে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ কর্তৃক নেতাকর্মীদের ‘ষড়যন্ত্র, নৈরাজ্য ও প্রপাগান্ডার’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি’র নেতা-কর্মীরা।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে হুড়কা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন শেখ, মাজহারুল ইসলাম ইয়ামিন, শহিদুর রহমান, আলী আকবর সম্রাট, নাজমুল কবীর বাদশা, অলিউর রহমান, বখতিয়ার হোসেন, রুহুল গোলদার, ফারুক শেখ, শাহিনুর রহমান, মল্লিক বাকী বিল্লাহ, শেখ হুমায়ুন কবির, হাবিবুর রহমান, হীরক মনি, আকাশী মন্ডল, ছাত্রদল নেতা শামীম শেখ, হেলাল মোড়ল, মোঃ আবিদ মল্লিক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হৈ হৈ রই রই, শেখ হাসিনা গেলি কই,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে,’ ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হিন্দু, মুসলিম ভাই ভাই, স্বৈরাচারের ঠাঁয় নাই’ ‘বিএনপির আ্যাকশন, ডাইরেক্ট আ্যাকশন’ প্রভৃতি স্লোগান দেন।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যখন রক্ত দিয়ে বিজয় অর্জন করতে শিখেছে, তারা এই বিজয়কে রক্ষা করতেও জানে। খুনি হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। কোনো অবস্থাতে এই বিজয়ের ওপর আঘাত হানলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়