পাইকগাছায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সহ আটক ৫

আগের সংবাদ

আ’লীগের নিরপরাধীরা নির্বাচনে অংশ নিতে পারবেন

পরের সংবাদ

নির্বাচন যত দ্রুত হবে তত দ্রুত দেশের জন্য মঙ্গল হবে-মির্জা ফখরুল

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪ , ১০:০৫ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২২, ২০২৪ , ১০:২১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব নয়। দেশের রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ও নির্বাচনই ছিল দীর্ঘ আন্দোলনের প্রাণ। নির্বাচন যতদ্রুত হবে ততদ্রুত দেশের জন্য মঙ্গল হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার হলে সেটা শতভাগ বৈধতা পাবে। দেশবাসী মনেপ্রাণে মেনে নেবে। কারোর কোন ধরণের আপত্তি থাকবে না। রাষ্ট্র সংস্কারের জন্য একমাত্র বৈধতা দিতে পারে মহান জাতীয় সংসদ। কেয়ারটেকার সরকার ব্যবস্থা বিলুপ্তির পর ভয়ংকর পরিবেশ তৈরি হয়েছে। ওই ভয়ংকর পরিবেশ থেকে দেশকে বাঁচাতে বিএনপি ৩১ দফা সংস্কারের দাবি দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে এই ৩১ দফা বাস্তবায়িত হবে। রাষ্ট্র সংস্কারের সব দফা এরমধ্যে আছে। ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষের সব প্রত্যাশা পূরণ হবে। বৈধতার ভিত্তিতেই তখন রাষ্ট্র সংস্কার হবে’।

শুক্রবার সন্ধায় যশোর জিলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালকে বাদ দিয়ে কোন ধরণের চিন্তা বাস্তবায়ন করা সম্ভব নয়। ১৯৭১ ছিল বাঙালির স্বাধীনতার যুদ্ধ। সেইযুদ্ধে ৩০ লাখ মানুষের প্রাণ ঝরেছে। অসংখ্যক মা-বোন ইজ্জত হারিয়েছেন। লাখো শহিদের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা অর্জিত হয়েছে। ১৯৭১ সালের পর বাঙালি জাতি হিসেবে নতুন ভূ-খন্ড, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র পেয়েছে। বর্তমানে দেশে একটি ক্লান্তিকাল চলছে। বিপ্লবের ঐক্যকে সামনে গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’।

যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চলনায় সেমিনারে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, মানবাধিকারকর্মী বিনয় কৃষ্ণ মল্লিক, ক্রীড়াবিদ চিন্ময় সাহা, যশোর জর্জকোটের পিপি অ্যাডভোকেট মোহাইমেন, খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, ব্যবসায়ী শ্যামল দাস, ডা. রবিউল ইসলাম ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইবাদত হোসেন।

সেমিনারে মির্জা ফখরুল আরো বলেন, ‘১৯৭২ সাল থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদেও আঙ্খংকা ছিল। সেই ফ্যাসিবাদী চিন্তাধারা পূরণ ২০১৪ সালের ৫ জানুয়ারী অবৈধ নির্বাচনের মাধ্যামে যেটা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল। সাধারণ মানুষের মূল্যবোধ, গণতন্ত্রে তারা কখনোই বিশ্বাসী ছিলেন না’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়