ইবিতে 'ইয়ুথ লিডারশীপ ট্রেনিং অন এক্টিভ সিটিজেনারী' শীর্ষক কর্মশালা

আগের সংবাদ

কুবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ

পরের সংবাদ

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন ডিসি মোস্তাক আহমেদ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪ , ৮:১৪ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২০, ২০২৪ , ৮:১৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বুধবার (২০ নভেম্বর) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (যশোর) কাশ্যপী বিকাশ চন্দ্র।

সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাতক্ষীরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, সাতক্ষীরা সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মারুফ হোসেন, ফরেস্টার মোঃ ইউনুস আলী, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নুরুল আমিন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়