চট্টগ্রামে রেলের তেল চুরির অপরাধে আরএনবির চার সদস্য বরখাস্ত

আগের সংবাদ

যশোরে ১২ বছরের শিশু নিখোঁজ; পরিবারের উদ্বেগ

পরের সংবাদ

৯৩ ফাউন্ডেশন যশোরের উদ্যোগে জেনারেল হাসপাতালে হুইল চেয়ার প্রদান

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪ , ৮:৩৪ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৬, ২০২৪ , ৮:৩৪ অপরাহ্ণ

৯৩ ফাউন্ডেশন (এসএসসি ৯৩ ব্যাচ) তাদের ফেসবুক পেজের মাধ্যমে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুটি অত্যাধুনিক হুইল চেয়ার প্রদান করেছে।

আজ শনিবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এই হুইল চেয়ারগুলো হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন আর রশীদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) আ.ন.ম বজলুর রশীদ, ডাক্তার ফোয়ারা, ৯৩ ফাউন্ডেশন ফেসবুক পেজের এডমিন মো. আবুল কাশেম, তিতাস আহমেদ, মডারেটর আব্দুল্লাহ বিদ্যুৎ, সদস্য নাজমুল, প্রবীর বিশ্বাস, এনামুল হক, মনস সরকার, প্রশান্ত অধিকারী, বিদ্যুত কুন্ডু, রফিকুল ইসলাম, জাফর ইকবল এবং হাসপাতালের স্টোর কিপার রতস সরকার প্রমুখ।

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, ৯৩ ফাউন্ডেশন তার ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বৃক্ষ রোপন, স্বেচ্ছায় রক্তদান, বন্যায় ত্রাণ বিতরণ এবং শীতের পোষাক বিতরণ। এবারের উদ্যোগের মাধ্যমে তারা হাসপাতালের রোগীদের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান করেছে। তাদের উদ্দেশ্য শুধু শিক্ষাগত নয়, সামাজিক উন্নয়ন ও মানবতার সেবা করা। সংগঠনটি সবার সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন আর রশীদ এই সহায়তার জন্য ৯৩ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগ হাসপাতালের রোগীদের জন্য অত্যন্ত উপকারী। আমরা আশা করি, এই সহযোগিতা আমাদের রোগী পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া, সংগঠনটি পূর্বেও নানা সামাজিক উদ্যোগ নিয়ে স্থানীয় সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ৯৩ ফাউন্ডেশনের সদস্যরা তাদের ভবিষ্যত কার্যক্রমের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়