শিক্ষক সংকট, বেরোবিতে ক্লাস নিচ্ছেন উপাচার্য নিজেই

আগের সংবাদ

আওয়ামীলীগ নেতা এখন ইউনিয়ন বিএনপির কমিটিতে

পরের সংবাদ

পাইকগাছায় বাজার মনিটরিংয়ে ইউএনও মাহেরা নাজনীন

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪ , ৮:৫৫ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৩, ২০২৪ , ৮:৫৫ অপরাহ্ণ
সারা দেশের ন্যায় খাদ্য দ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের অস্থিরতা চলছে পাইকগাছা উপজেলার বিভিন্ন বাজারে। এরই ধারাবাহিকতায় কোনো পণ্যই বাড়তি দামে বিক্রি না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পাইকগাছা পৌরসভার বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
বুধবার সকাল ১০টায় উক্ত বাজার মনিটরিং কার্যক্রম অংশ হিসেবে বাজারের খুচরা বিক্রেতা, মুদি দোকান, মনিহারি দোকান, মাংশের দোকান, মাছ বাজার সহ কাঁচামাল বিক্রেতাদের মূল্য নিয়ন্ত্রণের লক্ষে সচেতন করেন ইউএনও মাহেরা নাজনীন। এসময়ে তিনি মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ, ডিজিটাল ওজন মেশিন ব্যবহার নিশ্চিতকরণ এবং পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।
অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড অফিসার হাসিবুর রহমান, পেশকার ইব্রাহিম, আনসার সদস্য সহ স্থানীয় সুধীজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়