এ অঞ্চলের শিক্ষার কেন্দ্রবিন্দু হবে নজরুল বিশ্ববিদ্যালয়- উপাচার্য

আগের সংবাদ

শিক্ষক সংকট, বেরোবিতে ক্লাস নিচ্ছেন উপাচার্য নিজেই

পরের সংবাদ

জিয়াউর রহমান ফাউন্ডেশন’র ডাইরেক্টর হলেন কৃষিবিদ শামীম

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪ , ৮:৪৯ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৩, ২০২৪ , ৮:৪৯ অপরাহ্ণ

গঠনতন্ত্র মোতাবেক জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস এর কমিটি গঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিএনপি’র দলীয় ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত শনিবার (৯ নভেম্বর) এ কমিটির অনুমোদন দিয়েছেন (জেডআরএফ) এর প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির প্রেসিডেন্ট হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ডা. জুবাইদা রহমান। কমিটির নির্বাহী পরিচালক হয়েছেন অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার।

এ কমিটিতে ডাইরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

এদিকে কৃষিবিদ শামীমুর রহমান এ কমিটির ডাইরেক্টর মনোনীত হওয়ায় বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং কৃষিবিদ শামীমুর রহমানকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়