পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক। আজ ১২ অক্টোবর তিনি এ দপ্তরে যোগদান করেন।
এর আগে গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে যোগদানের বিষয়ে নির্দেশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যোগদানের তারিখ হতে কার্যকর করে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকরী হবে।
আরও উল্লেখ করা হয়, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী ভাতাদি প্রাপ্য হবেন।
সদ্য দায়িত্ব পাওয়া শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মোঃ এনামুল হক বলেন, আমরা চাই সবাইকে সাথে নিয়ে এ সেক্টরটাকে সুন্দর করে সাজাতে । সামনে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট এরপর আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট আছে। আমাদের স্টুডেন্টরা যেন ভালো কিছু করতে পারে, সুনাম অর্জন করতে পারে এটা আমাদের লক্ষ্য থাকবে। সেভাবেই কাজ করতে চাই ইনশাআল্লাহ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।