বাগেরহাটের রামপালে সমাজের অসহায় দরিদ্র নারী-পুরুষ ও এতিমদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) বিকেলে রামপাল উপজেলা মহিলা দলের আয়োজনে উপজেলার শরাফপুর কারামতিয়া মাদ্রাসা মাঠে এ পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে পোশাক তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সরদার ওজিয়ার রহমান, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নাব বেগম, বিএনপি নেতা সৈয়দ কুদরতি ইলাহী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা দলের সভাপতি লুৎফুন্নাহার।
এসময় উপস্থিত ৫ শতাধিক অসহায় নারী পুরুষকে পোশাক বিতরণ ও ১শত এতিম শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শামীম বলেন, আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশ থেকে অন্যায়-অত্যাচার, অনিয়ম দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। বিএনপি গণমানুষের দল। কেউ অতিউৎসাহী হয়ে অন্যায়ের সাথে জড়াবেন না। সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করবো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।