কিউএস এশিয়া র‍্যাংকিয়ে স্থান পায়নি পাবিপ্রবি

আগের সংবাদ

পাবিপ্রবিতে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

পরের সংবাদ

ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হাতে যুবক নিহত

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪ , ৬:১০ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৯, ২০২৪ , ৬:১০ অপরাহ্ণ

যশোরের ঝিকরগাছা পৌর সদরে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তের হাতে পিয়াল (৩২) নামের এক যুবক নিহত হয়েছে । সে পৌর সদরের মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অজ্ঞাত ব্যক্তিদের সাথে নিহত পিয়ালের ঝামেলা ছিলো। তারই জের ধরে শনিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে দুর্বৃত্তরা খুলনা-বেনাপোল রেল রোডে ঝিকরগাছা পৌর সদরের রেলস্টেশনের প্লাটফর্মের উপর বোমা মেরে এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করে পিয়ালকে তাড়িয়ে মোবারকপুর গ্রামস্থ ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতরে নিয়ে এসে ঝিকরগাছা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্কুল ভবনের বারান্দায় এলোপাতাড়ি ধারালো অস্ত্রের মাধ্যমে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পিয়াল নিহত হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘনার বিষয়ে থানায় মামলার কার্যক্রম চলমাল রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়