যুবদল নেতা হাবিবুল্লাহ বহিষ্কারসহ জেলা বিএনপি'র সদস্য ছোটলুকে শোকজ

আগের সংবাদ

খাঁচায় বন্দি শেখ হাসিনা

পরের সংবাদ

শেখ হাসিনা কখনো পদত্যাগ করেননি, উচ্চ পর্যায়ের খেলা হবে: কঙ্গনা

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪ , ৭:১১ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৮, ২০২৪ , ৭:১৪ অপরাহ্ণ

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ জয়ের পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার অভিনন্দন জানানোর পর আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা শেয়ার করেছে। সেই বার্তায় আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে।

এরপর, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্টোরি পোস্ট করেছেন। তিনি হাসিনার বিষয়ে লিখেছেন, ‘শেখ হাসিনা জি কখনো পদত্যাগ করেননি, আজ তিনি ট্রাম্পকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। উচ্চ পর্যায়ের খেলা হবে।’

প্রসঙ্গত, আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তোলার পাশাপাশি দেশের বিভিন্ন ইস্যুতে বেশ সরব ছিলেন কঙ্গনা রানাওয়াত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়