খাঁচায় বন্দি শেখ হাসিনা

আগের সংবাদ

ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হাতে যুবক নিহত

পরের সংবাদ

কিউএস এশিয়া র‍্যাংকিয়ে স্থান পায়নি পাবিপ্রবি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪ , ৭:২৪ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৮, ২০২৪ , ৭:২৪ অপরাহ্ণ

সম্প্রতি এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। যেখানে বাংলাদেশের মোট ২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেলেও জায়গা করে নিতে পারেনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে।

২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ণয় করে আসছে। কিউএস র‍্যাঙ্কিং মূলত একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী সংখ্যা, গবেষণার মান ও আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা সহ ১১টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়।

কিউএস র‍্যাঙ্কিংয়ের তালিকায় নিয়মিতভাবে না থাকায় পাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, শিক্ষার মান উন্নয়নে প্রকৃত উদ্যোগের অভাব ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে পাবিপ্রবি আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে স্থান পেতে ব্যর্থ হচ্ছে।

এ বিষয়ে পাবিপ্রবির শিক্ষার্থী নাইম হোসেন বলেন, আমরা প্রতিনিয়ত দেখে আসছি যে উন্নত মানের গবেষণার অভাব এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় বারবার র‍্যাঙ্কিংয়ে স্থান পাচ্ছে না। আমাদের সাথে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনা করলে দেখা যায়, তারা গবেষণা খাতে বেশি গুরুত্ব দেয় এবং আন্তর্জাতিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করে, যা আমাদের বিশ্ববিদ্যালয়ে তেমন চোখে পড়ে না।

আরেক শিক্ষার্থী রতন আহমেদ বলেন,পাবিপ্রবির প্রশাসন শিক্ষার মান উন্নয়ন, গবেষণা খাতের প্রসার এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সংযুক্ত হতে তেমন কোনো কার্যকরী উদ্যোগ নেয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে পাবিপ্রবি কোনো আন্তর্জাতিক র‍্যাংকিয়ে জায়গা পাচ্ছে না ।এভাবে চলতে থাকলে পাবিপ্রবি আরও পিছিয়ে যাবে, আমরা চাই কর্তৃপক্ষ শিক্ষার মান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করুক এবং গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার দিকে গুরুত্ব দিক।

এসময় শিক্ষার্থীরা আশা ব্যক্ত করে বলেন, প্রতিযোগিতামূলক র‍্যাঙ্কিংয়ে জায়গা পাওয়ার জন্য প্রশাসনকে গবেষণায় বেশি বাজেট বরাদ্দ, উন্নত ল্যাব সুবিধা নিশ্চিত এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুযোগ তৈরি করতে হবে। কর্তৃপক্ষ শিক্ষার মান উন্নয়ন, গবেষণার সুযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে পাবিপ্রবি সসম্মানে র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়