নজরুল বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের স্পোর্টস উইক সমাপনি অনুষ্ঠিত

আগের সংবাদ

আবারও কমলো স্বর্ণের দাম

পরের সংবাদ

পাবিপ্রবিতে শহীদ নিলয়ের নামে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪ , ৮:৩০ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৭, ২০২৪ , ৮:৩০ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনায় শহীদ মাহবুব হাসান নিলয়ের নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আগামী ১৩ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ শহীদ মাহবুব হাসান নিলয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৪। শ. মা.হা. নিলয় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি-২০২৪ এর সদস্য সচিব মোঃ শোহান হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া শিক্ষা দপ্তরের আয়োজনে এই টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হবে পাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে। ক্রীড়া কর্মকর্তারা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগের দলগুলোর অংশগ্রহণে এই টুর্ণামেন্টটি পাবিপ্রবির ক্যাম্পাসে নতুন উদ্দীপনা নিয়ে আসবে। প্রতি খেলার দিন শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আবদুল আউয়াল এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রশাসনিক কর্মকর্তারা আরও জানিয়েছেন, এটি মাহবুব হাসান নিলয়ের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের একটি প্রচেষ্টা। এই টুর্ণামেন্ট শিক্ষার্থীদের শহীদের আদর্শে অনুপ্রাণিত করবে এবং তাদের মাঝে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার বোধ জাগ্রত করবে।

ক্রীড়া শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সকল সাংবাদিক শিক্ষার্থীবৃন্দকে প্রজ্ঞাপনের মাধ্যমে টুর্ণামেন্টটির সংবাদ পরিবেশনা,প্রচার ও সার্বিক সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়