একদিনে দুই মৃত্যু, শনাক্ত আরো ৫২
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। এদের মধ্যে গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সকালে ভর্তি হয়ে রোববার মারা যান সাতকানিয়ার বাসিন্দা মৃদুল কান্তি দাশ (৫৫)। এছাড়া একইদিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফটিকছড়ির বাসিন্দা সালমা খাতুন (৪০) নামে এক নারী মারা যান।
ডেঙ্গুতে চট্টগ্রামে এ নিয়ে গতকাল পর্যন্ত মোট মৃত্যু হয়ছে ২৮ জনের। এছাড়া চলতি বছর মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৮ জন। এরমধ্যে নগরীতে ১ হাজার ৯৮৩ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৫ জন।
চট্টাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জন ডেঙ্গ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে ৮ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৬৮৭ জন পুরুষ, ৮৬৫ জন নারী এবং ৫৪৬ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ১৫ জন, পুরুষ ১০ জন এবং ৩ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকরি বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যায় ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হয় ২৭১ জন এবং মারা যায় ৫ রোগী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।