পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রশাসনিক পদে ছয় রদবদলের নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (৬ নভেম্বর) রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রদান করা হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে ছয়জন কর্মকর্তার নাম উল্লেখ করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে বদলি করা হলো।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতিরিক্ত রেজিস্ট্রার মো. কামরুল হাসান কে আইকিউএসি শাখায়,অতিরিক্ত শাওলী শারমিনকে হাসিনা হলে, উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলামকে একাডেমিক ও স্কলারশিপ শাখায়,উপ-রেজিস্ট্রার মো. সুজা উদ্দিন ডাবলুকে এস্টেট শাখায়,উপ-পরিচালক সঙ্গীত দিদ্দিকীকে প্রশাসন ও সংস্থাপন শাখায় এবং মো. আলমগীর হোসেনকে প্রশাসন ও সংস্থাপন শাখায় এবং কাউন্সিল শাখায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে বদলি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।