যশোর জেনারেল হাসপাতালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ১৭৮তম বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস।
বুধবার সকাল ৯টায় বিএসএ-সিসিপিপি যশোর শাখা, হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগ ও মেডিকেল কলেজের উদ্যোগে এর আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি হাসপাতাল চত্বর ঘুরে এসে আবারও প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে হাসপাতালের তৃতীয় তলায় সভাকক্ষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান (বিএসএ-সিসিপিপি) যশোর জেলা শাখার কোষাধ্যক্ষ ডাক্তার আহসান কবির বাপ্পীর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) রাজিব কুমার হালদার।
প্রধান অতিথি ছিলেন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসনাত মোহম্মদ আহসান হাবীব।
বিশেষ অতিথি ছিলেন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ এবং সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান।
স্বাগত বক্তৃতা করেন, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট রবিউল ইসলাম তুহিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।