দৌলতপুরে আলোচিত চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

যশোরে অ্যানেসথেসিয়া দিবস উদযাপন

পরের সংবাদ

ভারতে পালানোর সময় বেনাপোলে  আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪ , ৯:১০ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৬, ২০২৪ , ৯:১০ অপরাহ্ণ

বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত পালানোর সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এ্যাডভোকেট চন্দন কুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা ছিল। তবে কৌশলে ভারতে ঢুকে পড়েন তার আরেক সাথী রয়েল কোচ পরিবহনের মালিক সঞ্জয় কুমার কুন্ড।

গ্রেফতারকৃতকে প্রাথমিক ভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে জানান বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক মজুমদার। পরে শেরপুর থানায় সোপর্দ করা হবে।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে বেনাপোল ইমিগ্রেশনে ভবনে প্রবেশ কালে নিরাপত্তা কর্মী পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে তিনি গ্রেফতার হয়।

তবে সিসি ক্যামেরায় এদের পালাতে সহযোগীতাকারী বেনাপোল চেকপোষ্ট রয়েল পরিবহনের ম্যানেজার মুকুল কৌশলে পালিয়ে যায় বলে জানান ইমিগ্রেশন ওসি।

পারাপারের সহযোগীতার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

এদিকে মুকুলের বিরুদ্ধে আ,লীগের একাধিক অপরাধী পালাতে সহযোগীতা করেছে জানান স্থানীয় গোয়েন্দা সংস্থ্যা। এ্যাডভোকেট চন্দন কুমার পালকে ভারতে পাঠাতে ৫ লাখ টাকা চুক্তি ছিল তার। ঘটনার পর থেকে হা ঢাকা দিয়েছে মুকুল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়