‘ভারত ছেড়ে কোথাও যাননি, দিল্লিতেই শেখ হাসিনা’

আগের সংবাদ

এই বাস্তবতা থেকে আমি মুক্তি চাই’- লিখে ইবি শিক্ষার্থীর আত্মহত্যা

পরের সংবাদ

যশোরে হাতুড়িপেটায় একাধিক মামলার আসামি সাগর নিহত

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪ , ৮:৫৪ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৮, ২০২৪ , ৮:৫৪ অপরাহ্ণ

যশোরে একাধিক মামলার আসামি সাইফুল ইসলাম সাগর (৩৫) নামে এক যুবককে হাতুড়িপেটা করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজার সংলগ্ন ব্রিজের ওপর তাকে মেরে আহত করা হয়। সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাগর বালিয়া ভেকুটিয়া কোলনিমোড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আশরাফুল ইসলাম আকাশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানাযায়, সাইফুল ইসলাম সাগর এলাকার চিহ্নিত দুর্র্ধষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে পরিচিত। ইতিপূর্বে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ১০-১২ দিন আগে তিনি একটি অস্ত্র মামলায় জেল হাজত খেটে মুক্তি পান। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বালিয়া ভেকুটিয়া ব্রিজের ওপর সাগরকে একা পেয়ে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তাকে দুই পায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথে মধ্যে তিনি মৃত্যু বিরণ করেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বজলুর রশিদ টুলু বলেন, সাগরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছিল।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, নিহত সাগরের পরিবার থেকে এখনো কেউ অভিযোগ করেনি। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, আটক সাইফুল ইসলাম সাগরের বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ২টি মাদকের ও অস্ত্র আইনের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া সাইফুল ইসলাম ২০১৬ সালে ডাকাতি করার সময় অস্ত্রসহ আটক হন। আটক সাগর চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। বিগত বছরগুলোতে তার অত্যাচারে ভেকুটিয়া কলোনিপাড়ার মানুষ অতিষ্ঠ ছিল বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়