ইবির ধর্মতত্ত্ব অনুষদে নুতন বিভাগ খোলার আশ্বাস উপাচার্যের

আগের সংবাদ

ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা আবেদন নিষ্পত্তির আশ্বাস ইতালির

পরের সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় দুইদিন বৃদ্ধি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪ , ৭:১৮ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৮, ২০২৪ , ৭:১৮ অপরাহ্ণ

বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের জন্য গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চুড়ান্ত ভর্তির সময়সীমা দুইদিন বৃদ্ধি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গতকাল সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক মিটিংয়ের আয়োজন করে। উক্ত মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চুড়ান্ত ভর্তি কার্যক্রমের সময় আগামী ২০ ও ২১ অক্টোবর দুইদিন বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘বন্যাকবলিত স্থানের শিক্ষার্থীরা প্রতিকূল আবহাওয়া জনিত কারণে সঠিক সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে নি। তাদের অসুবিধার কথা চিন্তা করে আমরা আগামী ২০ ও ২১ তারিখ দুইদিন ভর্তির সময়সীমা বৃদ্ধি করেছি।’

উল্লেখ্য, গুচ্ছের নোটিশ অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চুড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ৬-৮ অক্টোবর অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়