যশোরে সন্ত্রাস বিরোধী অভিযানে আটক ১৩

আগের সংবাদ

দলগুলোর সঙ্গে শনিবার থেকে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা

পরের সংবাদ

মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪ , ৮:৪৮ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২, ২০২৪ , ৮:৪৮ অপরাহ্ণ

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর।

মানববন্ধনে বক্তারা বলেছেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মনগড়া মামলা দিয়ে হয়রানি করেছে। সবকিছু জেনে শুনে গণঅভ্যুত্থানের সরকারের আদালত তাকে জামিন দেয়নি।

তারা বলেন, বর্তমান সরকারকে নিজ দায়িত্বে মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। নতুবা সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবে না।

মানববন্ধনে বক্তৃতা করেন, জেইউজে সভাপতি আকরামুজ্জামান, সাবেক সভাপতি নুর ইসলাম ও এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামুদ্দিন অমিত, প্রেসক্লাবের সহসভাপতি শেখ দিনু আহমেদ, এসএম সোহেল প্রমুখ। সভা সঞ্চালনা করেন, জেইউজের সেক্রেটারি এসএম ফরহাদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়