যশোরে দেশ ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান, ওটি সিলগালা

আগের সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো ১৭০ বছর আগের রচিত নাটক

পরের সংবাদ

যশোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪ , ৯:২৮ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১, ২০২৪ , ৯:২৮ অপরাহ্ণ

র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। মর্যাদাপূর্ণ বাক্য: বিশ্বব্যাপি প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘ ও অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষে মঙ্গলবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, যে কোন প্রয়োজনে প্রবীনরা আসলে সহযোগিতা করা হবে। প্রবীনদের অভিজ্ঞতা নবীনদের জানাতে হবে। এজন্য আগামীতে প্রবীণ দিবসে নবীনদের উপস্থিত রাখতে হবে। আজ যারা প্রবীণদের অসম্মান করবে, এক সময় তারাও অসম্মানীত হবে। রাষ্ট্রের কাজে প্রবীনদের মেধা কাজে লাগানো প্রয়োজন। আর পরিবার থেকে প্রবীনদের সম্মান করা শিক্ষা নবীনদের দিতে হবে।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তণ চেয়ারম্যান প্রফেসর আব্দুল মজিদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশীদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহসভাপতি ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাহী সদস্য আখতারুজ্জামান।

এর আগে সকালে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়